"অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে; চলো যাই গ্রাম আদালতে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'গ্রাম আদালত সক্রিয়করণে সারা দেশের সকল ইউনিয়নে কাজ করছে গ্রাম আদালত। নিস্কৃয় ইউনিয়নগুলোকে সক্রীয় করতে উদ্যোগ নিচ্ছেন নবাগত ইউএনও ফখরুল ইসলাম।
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কনফারেন্স রুমে গ্রাম আদালতের দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফখরুল ইসলাম।
তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য সরকার গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা চালু করেছেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় ভাবে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের বিচারিক সেবা নিশ্চিত করার কাজটি করছে ইউনিয়ন পরিষদ। পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগন গ্রাম আদালত কার্যক্রমে বড় ভূমিকা পালন করতে হয়। বিচারিক প্যানেলে না থাকলে ও মামলা বা অভিযোগ গ্রহণ, নথি প্রস্তুত, রেজিস্টার সমূহ যথাযথ ভাবে প্রস্তুত ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন। এ সভার মধ্য দিয়ে গ্রাম আদালত আইন, বিধিমালা বিষয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং পেন্ডিং মামলার চিত্র তুলে ধরা হয়। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করনে বিদ্যমান চ্যালেন্জ সমূহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৯টি ইউনিয়নে সরকারী ভাতা প্রাপ্ত ইউপি সদস্যদের দ্বারা নিয়মিত মামলা গ্রহণ ও নিস্পত্তির মাধ্যমে গ্রাম আদালত চালু রাখার তাগিদ দেন। গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোন ধরণের অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং ২টি ইউনিয়নের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।