দৈনিক যুগান্তর পত্রিকার ২৬তম রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে অবিলম্বে সীতাকুণ্ড প্রেসক্লাবের দখলদারীত্ব ছেড়ে দেয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন-আহ্বায়ক দখলকারীদের প্রতি
আহ্বান জানিয়েছেন।
দৈনিক যুগান্তরের ২৬তম রজত জয়ন্তী উপলক্ষে যুগান্তর সীতাকুণ্ড প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর পরিচালনায় ও সাবেক সভাপতি আলহাজ্ব এম হেদায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন-আহ্বায়ক কাজী সালাউদ্দিন,বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ৩টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী,উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মহিউদ্দিন,পৌর বিএনপি সদস্য সচিব ছালে আহমদ ছলু,বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর মিয়া,সাদেক মস্তান হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জাফর উল্ল্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,প্রেসক্লাব সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন তার বক্তৃতায় ফ্যাসিষ্টবাদ সরকারের পতনে দৈনিক যুগান্তর পত্রিকার সাহসিক লিখনীর স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমরা স্বাধীন হলেও আমাদের মধ্যে দখলদারীত্বের চিন্তা ভাবনা এখনো রয়ে গেছে।যেমন গত ১৭ সেপ্টেম্বর ২৪ইং সকলের উপস্হিতিতে সীতাকুণ্ড প্রেসক্লাবের নির্বাচিত কমিটি থাকা সত্ত্বেও ২/৩ জন বিপদগামী বহিরাগতদের নিয়ে দখলবাজীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দখলদারীত্ব ছেড়ে দেয়ার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাবেক আমীর এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন,মূলধারার প্রেসক্লাবের যে ২/৩ জন এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছেন তা সত্যিই দুঃখ জনক। সুতরাং আমি ওনাদের উদ্দেশ্য বলবো অনতিবিলম্বে আপনারা দখলকারী মূলধারার ২/৩ জন সদস্য বসে তাড়াতাড়ি মিলমিশ করে নেন। অন্যথায় সীতাকুণ্ডবাসী এর ফায়সালার জন্য উদ্যোগ নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।