সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের দাঁরালিপাড়ায় এক বাড়ীতে অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই ও ঘরের মালিক আবুল হাসেম (৭০) ঘুমন্ত অবস্হায় পুড়ে মারা যায়।
এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহশপতিবার রাত সাড়ে দশটায়
আবুল হাসেমের ঘরে আগুন লাগে,বাড়ীর অন্যান্য সদস্যরা ঘর থেকে বের হলে ও বয়োবৃদ্ধ আবুল হাসেম ঘুমে ছিল তাই তিনি আগুন লাগার বিষয়টি আগে টের পাননি হয়তো। বৃদ্ধর ছেলে বউ জানায়, তিনি অসুস্হ ছিলেন, কখন ঘুমিয়ে পড়েছে দেখেননি।যখন জানতে পেরেছেন তার শশুর তার রুমে ঘুমিয়ে পড়েছে তখন আর কিছুই করার ছিলনা,আগুন পুরো ঘর ছড়িয়ে পড়ে।এলাকাবাসি পানি মেরে আগুন নিভিয়ে ফেলার পর ফায়ার সার্ভিস আসলে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে উঠে,পরে ঘরের ভিতর গিয়ে দেখেন বৃদ্ধের শরীর পুড়ে মারা যায়। আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে বলে অনুমান করছে এলাকাবাসি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply