ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক প্রতিনিধি আব্দুল আলিমের মাতার দাফন সম্পন্ন হয়েছে। রোজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) দুপুর ২:ঘটি কায় উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। রোজ বুধবার (২৬ফেব্রুয়ারী) রাত ১২.১০ ঘটিকায় ছাতক শহরের বাসায় ইন্তেকাল করেন।
এদিকে, মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, নির্বাহী সদস্য রাজ উদ্দিন ও তমাল পোদ্দার, সদস্য আমীর আলী,হামিদুর রহমান বাবলু, নাসের, সুজন তালুকদার, মোঃজামিল হোসেন শোকাবহ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply