সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেটের জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হাসমত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথের আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সফি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক গিয়াস উদ্দিন সাদী, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য দেন শিক্ষিকা রেশমা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেরিন বেগম, প্রধান শিক্ষক আরাফাত হোসেন, সহকারী শিক্ষক আবু ইসহাক, প্রবাসী জবির আহমদ নাজমুল, খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলামিন, আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ী মাদ্রাসাসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০জন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে ৫টি ট্যালেন্টপুল, ১০টি সাধারণ ও ১৫টি বিশেষ বৃত্তি বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply