যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছে। এবারও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।
গতকাল ৩রা মার্চ ও ২রা মার্চ সোমবার বাদ আছর বিশ্বনাথ এর জগন্নাথপুর রোড এর মছতূরা পয়েন্টে বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার ও বিশ্বনাথ পৌরসভার শরিষপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব ছাদেক আলীর সৌজন্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।এ নিয়ে দুই দিনে মোট ২শত প্যাকেট ইফতার প্যাকেট ও ২শ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউ.কের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টী ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কালাম।বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মূল আলী রাজু।বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ এর পরিচালনায় ইফতার বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার,
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-সাধারণ সম্পাদক জাহিদপুর রহমান,মোঃ মাহি,সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন,অর্থ সম্পাদক অমিত কুমার পাল,
সহ-প্রচার সম্পাদক, হাবিবুর রহমান মামুন,প্রিন্ট ও মিডিয়া সম্পাদক, আল হাদী, কার্যকরী পরিষদ সদস্য বাপ্পী মজুমদার ও রেসকিউ লাইফ ইমার্জেন্সি টিমের সদস্য আমিনুর ইসলাম আবির প্রমূখ।