সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের উদ্যোগে ‘এডিপি প্রকল্প’র আওতায় গরীব-অসহায়-দুস্থ ১০টি পরিবারের নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। এরপর একই স্থানে ‘উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই সমাজ এগিয়ে যাবে। সকলে সহযোগীতা ছাড়া জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিপ্রিয় ভট্টাচার্য্য, প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বার।
বিশ্বনাথে ‘কৃষি বিপনন আইনে’ চার
প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি
বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ‘কৃষি বিপনন আইনে’ সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ বাজার’ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সিলেট জেলার সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালে মোঃ হুমায়ুন কবির এবং বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ‘অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা না থাকা ও ক্রয়ের ভাওচার দেখাতে না পারায়’ কৃষি বিপনন আইন-২০১৮’র ১৯ (১), (ক) ও (ড) ধারায় ৩টি প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩ (২) ধারায় ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই ৪টি মামলায় ৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পরিচালিত ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে জেলা বিপনন কর্মকর্তার কার্যালয়ের ও বিশ্বনাথ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।