রাত হলেই ‘ডাকাত আতংঙ্ক’। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিংবা মসজিদে মাইকিং করে সিলেটের বিশ্বনাথে ডাকাত দল ডুকে পড়েছে মর্মে সবাইকে সর্তক করার ঘোষণা আসছে। তাই কিছু দিন ধরে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার জনসাধারণের রাত কাটছে ওই ডাকাত আতংঙ্কের মধ্য দিয়েই।
সর্বশেষ মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে ‘ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও মসজিদে মাইকিং করে’ বিশ্বনাথে ডাকাত দল প্রবেশের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বত্র ডাকাত আতংঙ্ক বিরাজ করার সাথে সাথে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর শহরের প্রায় প্রতিটি গ্রামেই জনসাধারণ সমবেত হয়ে লাটিসুটা হাতে নিয়ে গ্রাম পাহাড়া দেওয়া শুরু করেন। রাত শেষে জানা যায় উপজেলা ৪৩৬টি গ্রামের মধ্যে কোথাও ডাকাত প্রবেশ কিংবা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব না ছড়িয়ে সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভ‚ত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য উপজেলার সর্বসাধারণের প্রতি জোরাল আহবান করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
সেই সাথে ‘বিশ্বনাথ থানা সিলেট’ নামের ফেসবুক পেজে গুজব না ছড়ানোর জন্য স্ট্যাটাসও দিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী। সেই স্ট্যাটাসে ওসি উল্লেখ করেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিলেট জেলার বিভিন্ন এলাকার মতো বিশ্বনাথেও ডাকাত প্রবেশ করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও মসজিদে মাইকিং করে জড়ো করা হচ্ছে লোকজনকে। ফলে জনমনে আতংঙ্ক সৃষ্টির মাধ্যমে নিরাপত্তাহীনতা বোধ তৈরী করা হচ্ছে। প্রকৃত ঘটনা না জেনে এভাবে ফেসবুক লাইভ এবং মাইকিং করে অস্থিরতা সৃষ্টি না করার জন্য সম্মানিত নাগরিকগণকে বিনীত অনুরোধ করা হচ্ছে। গুজব ছড়াবেন না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহজনক কোন ঘটনা গুচুরীভূত হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো দন্ডনীয় অপরাধ বলেও তিনি জানিয়েছেন। তারপরও যদি উপজেলার কোথাও এমন ঘটনা ঘটে তাহলে সাথে সাথে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ০১৩২০-১১৭৮৩৮ ও ডিউটি অফিসার ০১৩২০-১১৭৮৪৪ নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেছেন ওসি।