চট্টগ্রাম সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবসে সী-বিচে বেড়াতে গিয়ে এক তরুণী গণধর্ষনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ( ৮ মার্চ ২০২৫ ইং ) দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়ন এলাকায় গুলিয়াখালী সী-বিচে এ ঘটনা ঘটে।
একটি ভিডিওতে ধর্ষণের শিকার তরুণীকে বলতে শোনা যায়, আমি আমার ভাইকে নিয়ে গুলিয়াখালি সী-বিচে ঘুরতে আসি। এসময় একজন যুবক আমার হাত ধরে টেনে জোরপূর্বক মাঠ থেকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপর সেখানে আরও তিনজন লোক আসে। তাদের মধ্যে একজন বয়স্ক আর দুইজন যুবক বয়সী। তারা আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। বয়স্ক লোকটার রং কালো। তার পরনে কালো রংয়ের শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল।
https://youtu.be/KtSeLbCIgSc?si=5r7dU57jq8wn-JbE
এসময় ভিডিও ধারণকারীদের একজন মেয়েটিকে বলতে শোনা যায়, তোমার ভাই এসে আমাদেরকে বলে তোমাকে জঙ্গলের ভিতর নিয়ে গেছে। তাকে উদ্ধার করতে। এসময় সে কান্নাকাটি করতেছিল। তার দেওয়া তথ্য থেকে আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি।
স্থানীয় বাসিন্দা ফরহাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপস্হিত দর্শনার্থীরা জানায়,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিদিনই বখাটেদের কাছে নাজেহাল হচ্ছে কেউ না কেউ।
সীতাকুন্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান সাংবাদিকদের কে বলেন, মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বের করে প্রয়োজনী ব্যবস্হা নেয়া হবে।