বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিলে দীর্ঘদিন পর রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মহা মিলনমেলায় পরিণত হয়। গতকাল শনিবার বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন পরিবেশের সৃষ্ঠি হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই মিলনমেলা স্থানীয় রাজনীতিতে সম্প্রীতি সৃষ্টি ও এলাকার উন্নয়নে অসামান্য অবদান রাখবে। এরজন্য সকলেই সাংবাদিকদের এমন মহতি আয়োজনের ভূয়ঁসী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
সাংবাদিকতার পাশাপাশি বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় বিশ্বনাথ প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সাধুবাদ জানান বক্তারা।
ইফতারের পূর্বে ফিলিস্থিনসহ বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশের শান্তি এবং সমৃদ্দির জন্য মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্ঠার মুহাম্মদ ইমাদ উদ্দিন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply