প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১:০০ এ.এম
একটি “এইচএসসি”সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি
![]()
হারানো বিজ্ঞপ্তিঃ
একটি উচ্চ মাধ্যমিক "এইচএসসি" স্কুল সার্টিফিকেট হারানো গিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ মঙ্গলবার, আনুমানিক দুপুর ১২ টার সময় স্কুল সার্টিফিকেটটির মূল কপি ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ নতুন বাজারে হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া সার্টিফিকেটটির বিবরণ-
-
নাম: মোঃ কবির উদ্দীন। বয়স ৪১।
-
পিতা: মৃত তছলিম আলী।
-
মাতা: জয়দন বিবি।
-
জাতীয় পরিচয় পত্র নং- ৮৪১২১৬৩২৯৮৮৩৮।
-
ঠিকানা: স্থায়ী ও বর্তমান ঠিকানা মল্লিক পুর।
-
ডাকঘর:পীরপুর বাজার ৩০৮৪।
-
থানা: ছাতক।
-
জেলা: সুনামগঞ্জ।
-
সার্টিফিকেট রেজিস্টেশন নং- ১১১৩৭৪।
-
রোল নং -১০৪৩৪৭।
-
শিক্ষাবর্ষ -১৯৯৯-২০০০।
-
শিক্ষা বোর্ড সিলেট, বিজ্ঞান বিভাগ।
উল্লেখ্য: সার্টিফিকেটটি সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় গত ৪ মার্চ ২০২৫ ইং তারিখে ছাতক থানায় সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে। উক্ত সাধারণ ডায়রী নং - ১৮৭।
যদি কোনো সহৃদয় ব্যক্তি সার্টিফিকেটটি পেয়ে থাকেন এবং খবর জেনে থাকেন তবে নিম্মে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
যোগাযোগঃ
-
মোঃ কবির উদ্দীন।
-
মল্লিক পুর। পীরপুর বাজার। ছাতক।
-
সুনামগঞ্জ। মোবাইল নং- 01726462848
Copyright © 2025 দৈনিক দেশি নিউজ 24. All rights reserved.