তারাবির নামাজে মসজিদে যাওয়ার পথে সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও শালিস ব্যক্তিত্ব আব্দুল গণিকে কোপানোর ঘটনায় রইছ আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) মাদক স¤্রাট তবারক আলীসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন তার ছেলে মাছুম আহমদ, (মামলা নং-১০)।
মামলায় অভিযুক্তরা হলেন, রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মাদক স¤্রাট তবারক আলী (৪০), একই গ্রামের ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৪৫), আইয়ূব আলীর ছেলে সুহেল আহমদ (৩৫) ও সিকন্দর আলীর ছেলে রইছ আলী (৫০)। এদিকে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় আগামীকাল শুক্রবার প্রতিবাদ সভার আয়োজন করেছেন স্থানীয় জনতা।
জানাগেছে, বুধবার রাত ৮টায় উপজেলার মসজিদে তারাবির নামাজে যাওয়ার পথে রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের মৃত সোনাফর আলী ছেলে ও উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল গণিকে (৬২) কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে ভর্তি করতে বললে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আশংকাজনক অবস্থা সিলেট এমএজি ওসমানি হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক ঘটনার খরব পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, ও থানার ওসি এনামুল হক চৌধুরীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply