প্রায় দুই যোগের বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বাওনপুর গ্রামের হতদরিদ্র আমীর আলী, গরিবের সংসারে একমাত্র রোজগারের চাবিকাঠি আমীর আলী অভাবের সংসারে আগের মত এখন আর পত্রিকা সেই রকম চলেনা সংসারে এক ছেলে আর এক মেয়ের জনক সে বর্তমান সময়কাল খুবই খারাপ একদিকে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগান আর একদিকে পেটের ক্ষুধা নিবারনের নেশা। কি থেকে কি করবে সেই চিন্তায় রোগ গ্রস্ত আমীর আলী হাটে বাজারে বিশ্বনাথের বিভিন্ন বাজার অফিস আদালতে পত্রিকা বিক্রি করে বেড়ালেও আগের মত নেই পত্রিকা বিক্রি ডিজিটাল সময়ের ব্যবধানে এখন কেউ পেপার পড়তে চায়না কথা প্রসঙ্গে আমীর আলী বলেন, ছোটবেলা থেকেই ছিল আমার পত্রিকা পড়ার নেশা আর সেই থেকেই মনের ভেতর প্রশ্ন জাগল যদি পত্রিকা বিক্রি করা শুরু করি তবে একদিকে যেমন আমার জীবীকা নির্বাহ হবে আর অন্যদিকে আমার পত্রিকা পড়াও হবে।
তবে বর্তমান সময়ে পত্রিকার বাজার নেই বললেই চলে আর একাজ ছাড়া আমি আর কোন কাজ করতে পারিনা।
সারাদিন হাটবাজার করে ২ শত টাকার ও পত্রিকা বিক্রি করতে পারিনা।
এমতাবস্থায় আমীর আলী সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতার দাবী জানিয়েছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply