বিশ্বনাথে বিএনপি নেতা গণিকে কোপানোর ঘটনায় মামলার ২নং আসামী চুনু গ্রেফতার
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষক দল নেতা আব্দুল গণিকে কোপানোর ঘটনায় মামলার ২নং আসামী চুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মার্চ) স্থানীয় পাটকইন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনু মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। এর আগে ‘মামলার ৫ নাম্বার আসামী রইছ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ মার্চ রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় আব্দুল গণির ওপর এই অর্তকিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ মার্চ তাঁর ছেলে মোহাম্মদ মাছুম আহমদ তার বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে তবারক আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন। মামলার এজহার অনুযায়ী হামলার সময় চুনু মিয়া হত্যাচেষ্টার অন্যতম আসামী। তিনি মামলার ১নং আসামী তবারক আলীর নির্দেশে আব্দুল গণিকে কুড়াল দিয়ে আঘাত করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply