জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭/০৩/২০২৫ ইংরেজি চট্টগ্রাম ফয়েজলেক মেঘনা হোটেলে জাতীয় সাংবাদিক সংস্থা'র উত্তর জেলা কমিটির সভাপতি লায়ন এমএম মাওলানা ইউসুফ এর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত জাতীয় সাংবাদিক সংস্থা'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, অপকা'র নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, চট্টগ্রাম শ্রমিক দলের সভাপতি ফরহাদ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কেফায়েত উল্লা কায়সার, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগরের সভাপতি কে এম রুবেল, চট্টগ্রাম মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম উদ্দীন, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের মহাসচিব কামাল উদ্দিন,আরো উপস্থিত ছিলেন উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম রানা, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদি, সহ-সভাপতি সেকান্দর হোসেন, সাংগঠনিক সম্পাদন মোহাম্মদ খোকন সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাস হচ্ছে মানব জাতীর জন্য একটি শিক্ষা, আল্লাহর কাছে ঐক্যবদ্ধ ভাবে সৎকাজের মাধ্যমে চাওয়া এবং আল্লাহর কাছ থেকে পাওয়ার একটি হাজার মাসের চেয়েও উক্তম মাস এই মাস। মানবজাতি যেভাবে আল্লাহর কাছে সততার সাথে চাইলে কিছু পাই। তেমনি সাংবাদিকরাও ঐক্যবদ্ধ থাকলে তাদের যেকোনো যুক্তিক দাবিদাওয়া আল্লাহর রহমতে সরকার থেকে পাওয়া সম্ভব।
আজকে সেই লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সাংবাদিকদের অধিকার আদায়ের কাজ করছে। আমরা আজকের এই মহতী পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার মাহফিলে আল্লাহর নিকট মানবজাতির জন্য বাংলাদেশের জন্য এবং সকল সাংবাদিকদের জন্য দোয়া কামনা করছি।
আল্লাহ যেন আমাদের সকল প্রকার সমস্যা দূর করে দেন, সকলকে ঐক্যবদ্ধভাবে সততার সাথে সাংবাদিকতা করার জন্য হেদায়েত নসিব করেন। অবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।