সীতাকুণ্ডের মেয়ে আমেরিকায় অনুষ্ঠিত টিচিং প্রশিক্ষণে সুযোগ ও অংশগ্রহণ শেষে মেধাবী শিক্ষক রুমা আক্তার কে স্মারক প্রদান করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও
মাধ্যমিক শিক্ষা অফিস।
২৬ মার্চ শিক্ষক সমাবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা স্মারক প্রদান করেন তাকে ।
শিক্ষক রুমা আক্তার উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মোঃ নুরুল আবছারের মেয়ে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, সমাজসেবা অফিসার
লুৃ্ৎফুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল মনসুর, মোঃ মদিন উল্লাহ, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অন্যান্য মুক্তিযুদ্ধা এবং প্রেসক্লাব সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ ফখরুল ইসলাম বলেন,
শিক্ষিকা রুমা আক্তার সম্প্রতি আমেরিকায় ‘ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (TEA) এর অধীনে প্রশিক্ষণে মনোনীত হয়ে সেখানে ৬ সপ্তাহব্যাপী সফলতার সাথে প্রশিক্ষণ সম্পূর্ণ করে দেশে ফিরে এসেছেন । তাই তাঁকে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
তাঁর সাফল্যে আমরা গর্বিত এবং আনন্দিত।
এবিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার বলেন,
মাধ্যমিক শিক্ষক পর্যায়ে সারা দেশের মধ্যে তিন জনের একজন পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ইংলিশ
শিক্ষক রুমা আক্তার।
মার্কিন যুক্তরাষ্ট্রে
ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (TEA) প্রশিক্ষণ শেষ করে
আবারও নিজ দেশে ফিরে এসেছেন। তাই তাঁকে
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে
অভিনন্দন ও ক্রেস্ট প্রদান করা হয়। এটি শুধু সীতাকুণ্ড নয় সারা চট্টগ্রামের জন্য গর্বের । আমরা গর্ববোধ করি রুমা আক্তার মেয়ে হয়েও একাধিক ধাপ পার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে টিচিং প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এটি কিন্তু কম কথা নয়।
এ বিষয়ে সংবর্ধিত শিক্ষক রুমা আক্তার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে টিচিং প্রশিক্ষনে অংশ নেয়া এটি আমার জন্য একটি দুঃস্বপ্নের মত মনে হয়ে ছিলো অনেকটা। আমেরিকায় গিয়ে
খুব ভালো লেগেছে ।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমাকে সম্মানিত করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ । এই সম্মান আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে এবং অন্যান্য টিচারও উদ্বুদ্ধ হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply