সুনামগঞ্জের ছাতকে দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের-শাকিল এন্ড নাহিদ ইভেন্ট ম্যানেজমেন্ট সেন্টার-এর স্বত্তাধিকারী জনাব আলমুছ আলী সাহেব-এর রো/গ/মুক্তি কামনায়- ২৫ মার্চ (২৬ রামাদ্বান) বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাবেদ হোসেন (মুন্না), সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ছাতক উপজেলা (স্বেচ্ছাসেবক দল) এর সঞ্চালণায়- জনাব মুশফিকুর রহমান (সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি)এর সভাপতিত্বে -উপস্থিত ছিলেন – মানিক মিয়া (সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাতক উপজেলা যুবদল) সুরমান আলী (সাবেক সহ-সভাপতি,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল) সুরমান আহমদ (সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন যুবদল) আলিম উদ্দিন (ইউনিয়ন যুবদল নেতা) জামাল উদ্দীন, রুহুল আমিন, রফিকুল ইসলাম, আশরাফ মিয়া, সেলিম আহমদ ,ছাত্রদল নেতা সানোয়ার আহমদ মাহদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উক্ত দোয়া ও ইফতার মাহফিলে জাহিদপুর গ্রামের রাসেল মিয়ার বাড়িতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। আলমুছ আলী সাহেবের দ্রুত সুস্থতা ও কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply