সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড’ উদ্যোগে এস এস সি ‘২৫ ব্যাচের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত হৃদয়গ্রাহী ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২৬ মার্চ ) চট্টগ্রামের একটি রেস্টুরেন্ট এই অনুষ্টান সম্পন্ন হয় এবং অনুষ্টান শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং ছাত্র / ছত্রীরা ইফতারে অংশ নেন ।
বিদায়ী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ও তাদের আগামীর পথচলায় দিকনির্দেশনা দিতে এ আয়োজনে সেঙ্গুইনের সকল শিক্ষকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড এর পরিচালক ও সিইও আবু আহমদ মাসউদ ইলাহী মাহদী’র সভাপতিত্বে এবং সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড এর পরিচালক আইমান ফাহমিদ সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপ-ব্যবস্থাপক আলহাজ্ব মুহাম্মদ মনজুর-ই এলাহী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগাচতর নূরীয়া গণিউল উলুম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম , আই.আই.ইউ.সি’র ইইই বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হুসাইন , বিজয় স্মরণী কলেজ’র অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী মুহাম্মদ সাইফুল, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ’র প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম সাউথ এশিয়ান কলেজ’র ইংরেজি প্রভাষক মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম ম্যাক্স হসপিটালম্যাক্স হসপিটাল’র মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম সায়েম, মেরিন সিটি মেডিকেল কলেজ’র মেডিকেল অফিসার
ডা. শেখ রিয়াজ উদ্দীন বাদশাহ ।
অনুষ্টানে অথিতিরা প্রতিটি শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। বিশেষ করে, অধ্যাবসায়ের গুরুত্ব, নৈতিকতা বজায় রেখে এগিয়ে চলার অনুপ্রেরণা ও আত্মোন্নয়নের উপায় নিয়ে বক্তারা দিকনির্দেশনা দেন।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মুহাম্মদ মনজুর-ই এলাহী বলেন, যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই।
তিনি শিক্ষার্থীদের জীবনে সততা, অধ্যবসায় ও পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের আগামীর সফলতার জন্য দোয়া করেন।
সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড এর পরিচালক আইমান ফাহমিদ শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি অধ্যবসায়, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড এর পরিচালক ও সিইও আবু আহমদ মাসউদ ইলাহী মাহদী শিক্ষার্থীদের শিক্ষা ও ব্যক্তিত্বের উৎকর্ষ সাধনে সেঙ্গুইনের ভূমিকা তুলে ধরেন এবং তাদের ভবিষ্যতের পথচলায় ধৈর্য ও আত্মবিশ্বাস রাখার পরামর্শ দেন।
শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়। এরপর শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে তাদের সাফল্য, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
সবশেষে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ আয়োজনে শিক্ষার্থীরা যেমন তাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি অনুভব করেছে, তেমনই ভবিষ্যতের নতুন পথচলার জন্য অনুপ্রাণিত হয়েছে বলে করেন শিক্ষার্থীরা এবং সেঙ্গুইন একাডেমিক এন্ড এডমিশন এইড’ কতৃপক্ষ আশা প্রকাশ করেছেন এই আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply