চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার মধ্যরাতে নিহতের স্ত্রী মোমেনা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলা পরবর্তীতে পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় চার আসামীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর এলাকার বাসিন্দা মো.আনোয়ার (৩২),একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা মো.বশির (৩৪),মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর এলাকার বাসিন্দা মো..রাসেল ওরফে মুরগী রাসেল ও এক ইউনিয়নের পেশকার পাড়া এলাকার বাসিন্দা মো.আরমান শাকিল (৩৮) । গ্রেপ্তার চারজনের মধ্যে মো.বশির বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,মো.রাসেল মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আরমান শাকিল মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাজী আনোয়ার সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানিয়েছেন পুলিশ।
নিহতের স্ত্রীর দায়ের করা মামলা সূত্রে জানা গেছে,এলাকায় প্রকাশ্য মাদক বিক্রি ও দলীয় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কৃষকলীগ নেতা নাছির। এসব নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মামলার আসামিদের সাথে একাধিকবার বাকবিতন্ডা হয়েছিল এবং এবং আসামিরা তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। যার জেরে আসামিরা পরিকল্পিতভাবে গত বুধবার ইফতার পরবর্তীতে নিজ বাড়ি থেকে বেরিয়ে গরুর খামারে যাওয়ার সময় নাছিরের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় তারা মোটরসাইকেলের পেছনে থাকা নাছিরের প্রতিবন্ধী ছেলে নাফিজ উদ্দিনকে চকলেট দিয়ে ঘটনাস্থল থেকে একটু সামনে নিয়ে যায় । পরে আসামিরা তাদের হাতে থাকা ধারালো রাম দা দিয়ে নাছিরের ডান গালে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায়।
মামলার বাদি নিহতের স্ত্রী মোমেনা আক্তার জানান,দলীয় পরিচয় একশ্রেণীর বখাটে এলাকায় প্রকাশ্য মাদক সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। সেই সাথে তারা এলাকায় অনৈতিকভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছিল। তাদের এসব অনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়ার জেরে তারা নৃশংসভাবে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,কৃষক দল নেতা নাছির হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা পরবর্তীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চার আসামী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকি আসামীদের কে গ্রেফতারে জোড় অভিযান চলছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply