সীতাকুণ্ডে নকীব সামাজিক সংগঠনের উদ্যোগে গরীব দুঃস্হদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে নকীব সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নকীবের প্রধান উপদেষ্টা, ভোক্তা অধিকার পরিষদের উত্তর জেলার সভাপতি, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী।বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,নকীব সামাজিক সংগঠনের উপদেষ্টা রাশেদুল করিম,নকীবের সেক্রেটারি :রাফিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো: ফরহাদ,
সদস্য রাসেল আমিন প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা তাওহিদুল চৌধুরী বলেন,আমরা সকলে যদি প্রতিবেশী গরীব দুঃস্হদের খবর নেই,যারা কিনতে অক্ষম তাদের কে সহযোগীতা করি, তাহলে কেউ ঈদের আনন্দ থেকে বন্চিত হবেনা। তাছাড়া ইসলামের ও পরিস্কার করে বলা হয়েছে তোমরা প্রতিবেশীদের খবর রাখো,কেউ যেন না খেয়ে অনাহারে না থাকে।যারা পুরো রমজান মাস ব্যাপী এধরণের সামাজিক সংগঠন গুলোর মাধ্যমে গরীব, অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী পৌঁছানোর কারণে আমি সীতাকুণ্ডবাসীসহ বিশেষ করে পৌরসভাবাসীকে ধন্যবাদ জানাই।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply