চট্টগ্রামের সীতাকুণ্ডে দক্ষিণ সোনাইছড়ি ৮নং ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ইয়াকুবের বাড়িতে দফাই দফাই সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী ইয়াকুবের পরিবার এখন হুমকির মুখে। সন্ত্রাসীদের চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করতে পারবেনা বলে চাপ জানিয়েছে সন্ত্রাসীরা। ব্যবসায়ী ইয়াকুবের স্ত্রী বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় অভিযোগ করেন, অভিযোগকৃত সন্ত্রাসীরা হলো ১.সোহেল (৩৫) পিতা আবুল খায়ের, ২.রহিম (৪৫) পিতা হারিস উল্লাহ, ৩.শহর আলী (৪০)পিতা নোয়ামিয়া কেরানি,মঞ্জু, দিদার,আরিফ,জাহাঙ্গীর, লিটন, আরমান, আলাউদ্দিন, নুরউদ্দিন সর্বসাং দক্ষিণ সোনাইছড়ীর বাসিন্দা। উক্ত ব্যবসায়ীর স্ত্রী সাংবাদিকদের বলেন, দীর্ঘ পাঁচ মাস ধরে সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছিল আমার স্বামী কিন্তু ব্যবসায় লস হওয়াই একমাস চাঁদা না দেওয়ার কারণে, রবিউল (৫০)এর নেতৃত্বে এর সন্ত্রাসী বাহিনী দাঁড়ালো দেশীয় অস্ত্র নিয়ে ২০-০৩-২৫ তারিখ চাঁদা নিতে বাড়িতে আসে চাঁদা দিতে অস্বীকার জানালে ২১-০৩-২৫ তারিখ রাত ২ ঘটিকার সময় পরে সকাল ১১:৩০ টায় সন্ত্রাসীরা দলবেঁধে আমার বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা নিয়ে যায় এবং ব্যবসায়ীর স্ত্রীকে খুবই জঘন্যভাবে মারধর করে সবাইকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। অপরাধীরা এভাবে চাঁদাবাজি করে আসলে এলাকার আইন-শৃঙ্খলা আরো বিপর্যস্ত হতে পারে তাই প্রশাসনের কাছে ব্যবসায়ীর পরিবার এবং এলাকাবাসীর দাবি এই অভিযোগের দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার যাতে এ ধরনের অপরাধীরা কঠোর শাস্তি পাই এবং সোনাইছড়িতে সর্বস্তরের মানুষের শান্তি-শৃঙ্খলা ফিরে আসে।