চন্দনাইশ উপজেলার শুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর
সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও
২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা, চণ্ডীযজ্ঞ সহ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত্য করেন। এ সময় তিনি বলেন ধর্ম মানুষকে আলোর পথ দেখায়।
মানবজীবনকে আলোকিত করার জন্য ধর্মীয় শিক্ষার
কোনও বিকল্প নেই।
আমাদের সন্তানদের লেখা পড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি প্রতিটি ঘরে ঘরে গীতার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
গত ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী আয়োজনে মধ্যে ছিলো প্রতিমা প্রদর্শন, গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা, মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও ধর্মীয় নাটক দেবী দুর্গা প্রদর্শন করা হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply