ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলা ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
সোমবার (৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দুপুরে সীতাকুন্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,পন্হিছিলা উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল বের করে।বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর নেতা ইমরান খান নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মিছিলে।
বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌর সদরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷
উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাগন,বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান।
তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান বক্তারা।সাথে সাথে ইসরাইলী পন্য বর্জনেরও আহবান জানান।