সীতাকুণ্ড, ৭ এপ্রিল ২০২৫: বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলুর নেতৃত্বে এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করে।
এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল: "The world stops for Palestine - no work, no school, until the genocide stops." অর্থাৎ, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী সকল কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো।
সন্ধ্যা ৫টায় সীতাকুণ্ড উপজেলা সদরে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, "ফিলিস্তিনের জনগণের উপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, তা বিশ্ববাসীর কাছে নিন্দার দাবি রাখে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই।"
বক্তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।
এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি (প্রশাসন) লায়ন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ নুর খান।