সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক মসজিদের ইমাম নিহতের খবর পাওয়া গিয়েছে। দীর্ঘ ৪০ বছর যাবত ইমামতি করেন আব্দুল হালিম(৭০) ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ী কোম্পানীগন্জ থেকে আজ কর্মস্হলে আসলে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট কোম্পানীর ট্রাক চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু ঘটে।
বাঁশবাড়ীয়া ১ নং ওয়ার্ডের বাতারপাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক জানায়, হুজুর দীর্ঘ ৪০ বছরেরও অধিক বাতারপাড়া কানন গোমস্তা জামে মসজিদের ইমামতি করেন ও মক্তবে পড়ান। ঈদের জামাত পড়ে দেশের বাড়ী বরিশালে বেড়াতে যান,ছুটি শেষে আজ বিকাল ২ টায় ইউনিটেক্স মিলের সামনে গাড়ী থেকে নেমে রাস্তা পার হয়ে কর্মস্হল সমজিদে যাওয়ার সময় একটি কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর গাড়ি স্লো করেন এবং ঐ কনফিডেন্স গাড়ির পিছনে এসে অন্য একটি কন্টেইনার ধাক্কা দেই,, আর ধাক্কা দেওয়াতে কনফিডেন্স সিমেন্ট এর গাড়িটি হুজুরের পায়ের ওপর চাকা ওঠে পড়ে যার ফলে হুজুরের পা একদম রাস্তার সাথে পিষে যায়, লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে, অতিরিক্ত রক্তপাত হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান।
স্বানীয়রা জানায়, ইমাম সাহেব ৪০ বছর যাবত বাতারপাড়া কানন গোমস্তা জামে মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন এবং তার পাশাপাশি ইউনিটেক্স স্পিনিং মিলস এ চাকরিও করেন।
তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে,অনেকেই কান্নায ভেঙ্গে পড়েন,তারা বলেন,আমাদের কে হুজুর আরবী পড়ান,মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন।তার অনেক সুনাম রয়েছে।