সিলেটের বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় আব্দুল করিম (৬১) নামের এক কৃষক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামের মৃত হাজী তোতা মিয়ার ছেলে। গত ৭ এপ্রিল সোমবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৫জন সন্ত্রাসী তার উপর হামলা করে গুরুতর আহত করে। এঘটনায় গত ৯ এপ্রিল বুধবার তিনি বিশ^নাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, (জিডি নং ৩৬৯)। টানা ৪দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার তিনি বাড়িতে ফিরেছেন বলে জানাগেছে।
আহত আব্দুল করিম জানান, গত ৭ এপ্রিল সোমবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী ৫জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মারধর শেষে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায়। এসময় মজবুল আলী ও নুর রহমান নামের দু’জন পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরবর্তিতে ওইদিন রাতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার কারণ হিসেবে আব্দুল করিম জানান, আব্দুল মুমিন নামের তার ছেলে বর্তমানে কানাডা প্রবাসী। দেশে থাকাকালীণ সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এর সহযোগী ছিলো। যে কারণে তার উপর হামলা করে বড় অংকের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। আর চাঁদা না দিলে আবারও তারা তার উপর হামলা এবং তার ছেলে মুমিন দেশে ফিরলে তাকে প্রাণে হত্যা করার হুমকি দেয় সন্ত্রাসীরা। এছাড়া এর আগে ২০২৪ সালের গত ডিসেম্বর মাসে মোবাইল ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। এরপর ২৬ ডিসেম্বর তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন, জিডি নং ১১২০)।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আব্দুল করিম নামের বৃদ্ধা হামলার শিকার হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply