সিলেটের বিশ্বনাথে সরকারি জায়গায় গোপাটের মাটি ভরাট নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল ( ১৩ এপ্রিল) রবিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪৫জন বাসিন্দা স্বাক্ষরিত এ অভিযোগ দায়ের করা হয়।
লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, দৌলতপুর ইউপির উত্তর দৌলতপুর ধনপুর গ্রামের মধ্যবর্তি জমির আলীর বাড়ির পশ্চিম হতে আবদুল কাদিরের মালিকাধীন জমি পর্যন্ত সর্ব সাধারণের জন্য ব্যবহারের রাস্তাটি গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে চাউলধনী হাড়র হতে এলাকার কৃষক বৈশাখী ধান তোলাসহ সকল প্রকার চলাচল করে আসছেন। রাস্তাটির গুরুত্বের কথা বিবেচনা করে ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান ও মেম্বারের কাছে মাটি ভরাট করার জন্য আহবান করেন। এরপর ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমানের মাধ্যমে এই রাস্তাটির মাটি ভরাট কাজ করতে সক্ষম হই। সম্প্রতি স্থানীয় একটি পত্রিকার সংবাদ মাধ্যমে জানতে পারি যে, এই রাস্তাটি কাউকে না জানিয়ে মাটি ভরাট করা হয়েছে। যা মিথ্যা বানোয়াট উদ্দ্যেশ্য প্রনোধিত।
লিখিত অভিযোগে এলাকাবাসী আরও উল্লেখ করেন, ওই রাস্তার মধ্যখানে ফারুক মিয়া বাড়ির সামনের ব্রিজ হতে আবদুল কাদিরের বাড়ি পর্যন্ত ১৫০ ফুট দৈর্ঘ ও ৬ফুট প্রস্থ ইট সিলিং করা ছিল। সেই ইটগুলো তুলে আমরা স-যন্তে সংক্ষরণ করে রাখি। যাহাতে মাটি ভরাটের পর আবার রাস্তায় সেই ইট ব্যবহার করতে পারি। আমরা জানতে পারি যে, আমাদের ওয়ার্ডের মেম্বারের বরাদ্ধকৃত অর্থের টাকা আত্বসাৎ করেছেন, কিন্তু উপজেলা পরিষদ থেকে ১৩শ ফুট রাস্তার মাটি ভরাটের করার কথা, সেখানে মেম্বারের প্রচেষ্ঠায় ১৫শ ফুট রাস্তার মাটি বরাট করতে সক্ষম হই। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও’র প্রতি এলাকাবাসী আহবান জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply