চট্টগ্রাম সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় এক পথচারীকে অজ্ঞাত গাড়ী চাপা দিলে মাকসুদুর রহমান (৭২) নামে এক বৃদ্ধ'র মর্মান্তিক মৃত্যু ঘটে।
সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফকিরহাট বাজারের বাসিন্দা দিদারুল জানায়, স্হানীয় ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদুর রহমান (৭২) সকালে মহাসড়কের পাশদিয়ে হাটছিলেন,কোন এক গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়, স্হানীয়রা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন জানায়, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টহল টিম হাসপাতালে গিয়ে খবর নেন, গাড়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি, আইনগত ব্যবস্হা নেয়ার পর লাশ আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।