সীতাকুণ্ড আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৈশাখী পালন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৪এপ্রিল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথ এর সি ই ও ডঃ আহম্মেদ আরমান ছিদ্দিকী। তিনি বলেন শিশুদেরকে সব সময় মোবাইল না দিয়ে তাদের হাতে বই দিবেন,খেলতে দিবেন শিশুদের মেধা বিকাশে সহায়তা করবেন। মেয়েদেরকে আইটিতে এগিয়ে নিতে কাজ করতে হবে। সীতাকুণ্ডকে আমরা এগিয়ে নিতে শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন
মহিলা মেম্বার রিজিয়া সুলতানা, এম এফ জে এফ এর উপদেষ্টা মহিন উদ্দিন, উপদেষ্টা নুরুদ্দিন মোঃ লিটন স্কুলের পরিচালক জাহিদ হোসেন,প্রধান শিক্ষক রুবেল হোসেন মাষ্টার মোঃ মহিউদ্দিন প্রমুখ।
পুরস্কার প্রদান ও পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নিত্য,গান,খেলাধুলা, যেমন খুশি তেমন সাজসহ নানা আয়োজন ছিল দেখার মত। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।