সীতাকুণ্ডে ১৯ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্প্রতি আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে বিশাল র্য্যলীর পর সার্কিট হাউজে আলোচনা শেষে চট্টগ্রাম উত্তর জেলা এবং সীতাকুণ্ড পৌরসভা কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী সহ তার কমিটির শপথ ও অভিষেক জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডিজাইনার কেজিএম সোহাগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু সহ আরো অনেকে।