সুনামগঞ্জে বৈশাখের সোনার ফসল বোরো ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সুনামগঞ্জের কৃতিসন্তান আবুল হাসনাত হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি বলেন,আমি এই এলাকার সন্তান। কৃষকের দুঃখ-কষ্ট, সংগ্রাম আমার জানা। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, কৃষকরা যাতে সহজে সরকারি গোডাউনে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কৃষক যেন ভালো মানের ধান সংগ্রহ কেন্দ্রে প্রদান করেন, তা নিশ্চিত করতে হবে। এতে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ে কোনো জটিলতা হবে না এবং কৃষকও ন্যায্য মূল্য পাবে।
সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কৃষকদের দাবি-দাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা।
সভা শেষে জেলা প্রশাসক বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রম যাতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও কৃষকবান্ধব হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।