চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চাড়ালকান্দি এলাকায় স্ত্রী সিমা আক্তারকে (২৪) কুপিয়ে হত্যা করেছেন পাষণ্ড স্বামী মাহমুদুল হক করিম।
বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে করিম এলোপাথাড়ি কোপ মারেন স্ত্রীকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পিতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে সিমা আক্তারের মৃত্যু হয়। নিহত সীমা আক্তার এর তিন মাসের একটি শিশু কন্যা রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।