কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ জেলা অফিস কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়। কমিটির একে অপরের সাথে পরিচিতি স্থানীয় সামাজিক সমস্যা এবং মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ জেলা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা "ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন" এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান, মোঃ আসাদুজ্জামান খোকন, কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক, মোঃ কামরুজ্জামান সাহু, চেয়ারম্যান- জেলা কমিটি, মোঃ খন্দকার আলপ্তগীন স্বপন, চেয়ারম্যান- উত্তর ধরলা কমিটি, মোঃ মোখলেছুর রহমান মন্ডল, কো-চেয়ারম্যান উত্তর ধরলা কমিটি, মোঃ আনোয়ার হোসেন আরিফ, সভাপতি- বাংলাদেশ প্রেস ক্লাব, ভূরুঙ্গামারী উপজেলা শাখাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং সামাজিক উদ্যোক্তারা।
সভার শুরুতে মানবাধিকার সংস্থার জেলা কমিটির নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান তার বক্তব্যে বলেন, "মানবাধিকার রক্ষা এবং এর প্রসার ঘটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা সভা আমাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আমাদের দায়িত্ব আরও সুস্পষ্ট করবে।"
এছাড়াও সভায় বক্তারা মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়েও আলোচনা করেন। বক্তারা জানান, মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং সরকারকে একযোগভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা তৈরি এবং জনগণের অধিকার সম্পর্কে তথ্য সরবরাহ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।