সুনামগঞ্জের ছাতক উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশিষ্ট বাউল শিল্পী ও সংগীত সাধক পাগল হাসান স্মরণে এক ব্যতিক্রমধর্মী আলোচনা ও স্মরণ উৎসব। আগামী ১৯ এপ্রিল, শনিবার বিকাল ৩:ঘটিকায় ছাতকে প্রস্তাবিত 'পাগল হাসান চত্বরে' আয়োজিত এ উৎসবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ দেশের খ্যাতনামা অর্ধশতাধিক কণ্ঠশিল্পী।
জেলা প্রশাসকের অনুমতিক্রমে ও সরকারি নির্দেশনা মেনে আয়োজিত এই উৎসবটি সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। অনুষ্ঠানে থাকবে পাগল হাসানের জীবনী ও সংগীতচর্চা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, এবং শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে পাগল হাসানের সৃষ্টিশীলতা ও সংগীত দর্শনের সঙ্গে পরিচয় করানো, এবং গ্রামীণ সংগীতের ঐতিহ্যকে তুলে ধরা।
এমন একটি মহতী উদ্যোগ ছাতকের সংস্কৃতিচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতি অনুরাগীরা।