সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ এবং অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,গত শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে চট্টগ্রাম উত্তর জেলা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী তোফায়েল উদ্দীন'র পরিচালনায় চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ভোক্তা সুরক্ষা আন্দোলনের (সিআরবি) এর মহাসচিব ডিজাইনার কেজিএম সোহাগ,বিশেষ অতিথি হিসাবে, সীতাকুণ্ড প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা উত্তর এর সংগঠক ও সীতাকুণ্ড থানার প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল ইমরান, জাতীয় নাগরিক পার্টির সীতাকুণ্ড থানার প্রতিনিধি ফজলে রাব্বি চৌধুরী।
এছাড়া আরো উপস্হিত ছিলেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন ও প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শপথ অনুষ্ঠানের মহাসচিব সোহাগ ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, আমরা যারা ভোক্তা আছি আজ আমরা ভোক্তা অধিকার থেকে বঞ্চিত। কারণ সর্বক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিয়ে বৈষম্য চলছে। তাই এই বৈষম্য দূর করতে হলে এবং দাবী আদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় দরকার।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত উভয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান, ভোক্তা সুরক্ষা আন্দোলনের মহাসচিব ডিজাইনার কেজিএম সোহাগ।