সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিগত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে ইসলামপুর ইউনিয়নের মাদরাসা বাজারে অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও, এখনো দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। দেশের জনগণ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী অপশাসনের ফলে রাষ্ট্রযন্ত্র ধ্বংসপ্রায় হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন। বিএনপি এই সংস্কারের পক্ষে থাকলেও, সংস্কারের নামে নির্বাচনে অযথা সময়ক্ষেপণ হলে আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
জনসমাবেশে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে জনসমাবেশকে উৎসবমুখর করে তোলেন।