সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের কৃতি সন্তান মানবদরদী প্রাণ বহুল আলোচিত গ্রন্থ মানবতার ফেরিওয়ালা গ্রন্থের প্রকাশক বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আলী যদি এই নশ্বর পৃথিবীতে জন্ম না নিতেন হয়তবা অনেক কিছু অপুর্ণ থেকে যেত। আলহাজ্ব মোক্তার আলী জন্মলগ্ন থেকেই মানুষের পাশে মানবতার পাশে থেকে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান। এই সুন্দর একটি দিন উপহার স্বরুপ মোক্তার আলীর জীবনের স্বার্থকতা, কাল দুপুর ২ টায় থাকছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে আলহাজ্ব মোক্তার আলীর একবেলা ভোজনভুড়ি। মহান রাব্বেকারীম যেন আলহাজ্ব মোক্তার আলীর নেক হায়াত দারাজ করেন সকলের তরে এই মিনতি।
সবাই উনার জন্য দোয়া করবেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply