বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হাসপাতালের একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত অনুপস্থিতি, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও ম্যাটস দিয়ে রোগীকে প্রেসক্রিপশন প্রদান, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং ঔষধ ও ভর্তি রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ।
তবে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হাসপাতালটিতে মোট ৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ৫টি পদ শূন্য রয়েছে। ফলে সেবার চাপ সামাল দিতে বাধ্য হয়েই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও ম্যাটসদের দিয়ে নির্দিষ্ট পরিসরে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। রান্নাঘরের সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা অপরিচ্ছন্নতা থাকতে পারে বলেও তিনি স্বীকার করেন। এছাড়া হাসপাতালের সকল রেজিস্ট্রার নিয়মিতভাবে সংরক্ষণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
অভিযানের ফলাফল ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জনসাধারণ আশা করছে, এই অভিযানের মাধ্যমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত হবে।