মীরসরাইয়ে ছাত্রদল কর্মীকে পিটিয়ে হত্যা করলো ছাত্রলীগ! জানাযায়, দলীয় কর্মসূচি মিছিল শেষ করে বাড়ী ফেরার পথে ওতপেতে থাকা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা পথরোধ করে ছাত্রদলের কর্মী জাহিদ হাছান রুমন কে পিটিয়ে নিশংসভাবে হত্যা করে।
মীরসরাই উপজেলা বিএনপির সভাপতি নূরুল আমীন জানায়, জাহিদ হাছান আমাদের সাথে দলীয় প্রোগ্রাম শেষ করে বাড়ী চলে যায়, রাতে শুনি তাকে ছাত্রলীগ সন্ত্রাসীরা পথরোধকরে থামিয়ে বেদম প্রহার করে ও এতে তার মৃর্ত্যু ঘটে।
বর্তমানে তার মৃর্ত্যুকে ধামাচাপা দিতে তারা নানান তালবাহানা শুরু করেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply