বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো আন্দোলন হরতাল, অবরোধ এর ডাক আসে সেটি যে-দলেরই হোক না কেন, তখনই চট্টগ্রাম সীতাকুণ্ডে আন্দোলনকারীরা সর্বহয়ে ওঠে। যেহেতু সীতাকুণ্ড মহাসড়কটি বন্দরনগরী চট্টগ্রামের সাথে এবং এই মহাসড়কের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় যানবাহন যাওয়ার একমাত্র মাধ্যম,
তাই এখানেই আন্দোলনকারীরা পিকেটিং করার জন্য চেস্টা করেথাকে কেননা এই সীতাকুণ্ড মহাসড়কটি অচল করে দিতে পারলেই তাদের আন্দোলন সফল হয় বলে মনে করা হয়।
এসব মাথায় রেখে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩ ইং) সকাল থেকেই সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বাহিনি পুলিশের সাথে বিজিবিও মোতায়েন ছিলো। কিন্তু এতোসব নিরাপত্তার মধ্যেও সেই একি ধারাবাহিকতায় বিএনপি ও তাদের সমমনা দলগুলো সীতাকুণ্ডে তাদের কেন্দ্র ঘোষিত অবরোধ পালনের ক্ষেত্রে মোক্ষম ভূমিকা রেখেছে।
প্রশাসনের কঠোর তৎপরতার কারণে তাদের এই আন্দোলন অবরোধ কর্মসূচি খুববেশি প্রভাব ফেলতে না পারলেও, চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির ডাকে আজ এই অবরোধ কর্মসূচী চলাকালে পুলিশ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে,এসময় ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই বিএনপির অবরোধ কর্মসূচী চলছিলো, সীতাকুণ্ডের দক্ষিনাঞ্চল
সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায়, এসময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাকালে পিকেটাররা গাড়ীতে হামলা চালায় ও ভাংচুর করে,এতে বেশ কিছু গাড়ীর ক্ষতিসাধিত হয়,খবর পেয়ে সীতাকুণ্ড,আকবর শাহ থানার পুলিশ ঘটনাস্হলে গিয়ে বিএনপির পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়,প্রায় দুই ঘন্টা পুলিশ ও অবরোধকারীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ও হামলা চলে,পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্হলে পৌঁছালে অবরোধকারীরা সরেপড়ে। এসময় পুলিশ ২৪ জনকে আটকের খবর পাওয়া গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানায়, এলাকাটি সীতাকুণ্ড থানায় পড়লেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করে নগরীর আকবর শাহ থানা।
তারপরও আমাদের রাউন্ড ডিউটি পুলিশ ঘটনাস্হলে গিয়ে বিএনপির পিকেটারদের ছত্রভঙ্গ হতে সহযোগীতা করেছে। আটকের খবর শুনেছি তবে কতজন জানা নেই।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply