চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩
নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এসময় প্রাইভেটকারে থাকা আরোহীদের ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায়, টানেলে পতেঙ্গা হয়ে আনোয়ারা যাওয়ার পথে একটি বাস সামনে থাকা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি টানেলের দেয়ালের পাশে গিয়ে পড়ে। এতে ৩ জন আহত হয় ও প্রাইভেটকারের সামনে ব্যাপক ক্ষতি সাধন হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদাউস বলেন, টানেলের ভেতর একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্যানেলে দূর্ঘটনা বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply