চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৭ জন।নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।এই ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছে।
তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার ৭ নভেম্বর বেলা ১২ দিকে হাটহাজারীর মির্জাপুর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।এঘটনার কারণে চট্টগ্রাম হাটহাজারীর রাঙ্গামাটি খাগড়াছড়ির সড়কে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান জানান বাসটি চট্টগ্রাম থেকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল সিএনজি, বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
নিহতদের মধ্যে মা ও শিশু সন্তান রয়েছে অনেকের শরীর থেঁতলে গেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply