চট্টগ্রাম মিরসরাইয়ে পাচারের সময় ৪২টি দেশি জাতের টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর ২০২৩ ইং) সকালে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো.মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন।
গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় পাখিগুলো উদ্ধার করা হয়।
বড়তাকিয়া বিট কর্মকর্তা মো.মামুন বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই।
এগিয়ে গেলে খাঁচার ভিতরে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর দেখতে পাই দেশি জাতের ৪২টি টিয়া পাখি। পাখিগুলো আমার হেফাজতে রাখি। বুধবার সকালে এগুলো বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিয়াপাখি গুলো পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়ারঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply