আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারের সামনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার”।”
সংগঠনের সভাপতি শরীফ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার।
মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজুল হক, আইন সম্পাদক এডভোকেট কবির আহমেদ, কামাল হোসেন, নুর মোহাম্মাদ, আবুল হাসনাত, এনাম আহমেদ, আঙ্গুর মিয়া, আনিস, রবিউল, মশিউর, জাকারিয়া আহমেদ, সেকুল চৌধুরী, সুহান সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীবৃন্দগণ উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply