বীর মুক্তিযোদ্ধা, পুলিশের সাবেক আই জি পি মোঃ নুরুল আনোয়ার গলব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে গ্রীনরোডস্হ ল্যাবএইড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় (১০ ডিসেম্বর ২০২৩ ইং) ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেন। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড প্রেসক্লাব সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করছে।
তিনি (১৯৫০ সালের ৩১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড মান্দারীটোলার সম্ভ্রান্ত পরিবার আব্দুর রহমান হাজী বাড়ীর মৃত সিরাজুল মোস্তফার জৈষ্ঠ সন্তান।
তাঁর বাবা বাংলাদেশ রেলওয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
একাত্তরের মহান মুক্তিযোদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
চাকুরী জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তাছাড়া, তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া , রাঙামাটি সহ ৫ টি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপকমিশনার ছিলেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে ১৯৯০ সালে পাকুন্দিয়াতে কথিত পীর মতিউরের সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশে সর্বপ্রথম সন্ত্রাসী জঙ্গী দমনের নেতৃত্ব দেন তিনি।
২০০৯ সালে সরকার পিআরএল থাকা অবস্থায় নুরুল আনোয়ারকে পরবর্তীতে ভূতাপেক্ষ ভাবে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি পদে পদোন্নতি করেন।
অবসরকালে তিনি দৈনিক “কালের কন্ঠ” সহ বিভিন্ন পত্রিকার একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। পত্রিকার পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেলে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে নিয়মিত টক শোতে অংশগ্রহণ করতেন।
তিনি একজন লেখক সমাজ, প্রশাসন ও ইতিহাস বিষয়ে তাঁর লেখার অনেকগুলো বই প্রকাশিত হয়। তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অজস্র আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তাঁর আপন ভাগনে আবু হেনা মোরশেদ জামান বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ সচিব হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ব্যক্তিগত ভাবে অত্যান্ত সৎ ভাবে জীবন যাপন করতেন।
আজ তাঁর গ্রামের বাড়ী সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ওনার জানাজা হবার কথা রয়েছে। এবং জানাজা শেষে পারিবারিক কবরস্হানে ওনাকে দাফন করা হবে বলে সীতাকুণ্ড ইউএনও, এ কে এম রফিকুল ইসলাম জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply