মোঃ কামাল হোসেনঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা খুরমা দক্ষিণ ইউনিয়নের খুরমা মাধবপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসীও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা যায়,গত সোমবার (৮ জানুয়ারি ২০২৪) সন্ধ্যা ৬ ঘটিকায় নুর উদ্দিন নুরাইর বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে অগ্নিপাতের সূত্র পাত ঘটে ।এতে ৪টি পরিবারের ঘরবাড়িতে থাকা
আসবাবপত্র, ধান , গবাদি পশু ,লেখাপড়ার বই, জরুরী কাগজপত্র ,কাপড়, হাড়ি পাতিল সহ ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যা ছিল পরনে তাই নিয়ে কোনমতে প্রাণে বেঁচে ঘর থেকে বাহির হয় সবাই। ক্ষতিগ্রস্ত পরিবারের সুর আর্ত চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসেও শেষ রক্ষা করতে পারেনি আগুনের কবল থেকে।
কাঁচা ঘরবাড়িটিতে আগুনের লেলিহান শিখা এমন ভাবে জ্বলে উঠলো নিমিষেই বাড়িতে থাকা জিনিস পত্রসহ আস্ত বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় ।ক্ষতিগ্রস্ত ৪টি পরিবার হচ্ছে, নুর উদ্দীন নুরাই ,আলীহোসেন, দিলার হোসেন,আজিজুন্নেছা তাদের পরিবারের সবাইকে স্থানীয় খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর ছিদ্দিক সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গসহ বিত্তবানেরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকেই তাদের নগদ অর্থ প্রদান করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply