বিজ্ঞানীরা এবার মহাকাশে অদ্ভুত ও রহস্যময় এক বলয় (রিং) দেখতে পেয়েছেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের একদল জ্যোতির্বিদ এটি দেখতে পেয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছেন,বলয়ের মতো এই গঠনের ব্যাস ১ হাজার ৩০০ আলোকবর্ষ। এটি চাঁদের চেয়ে ১৫ গুণ বড়। তবে খালি চোখে এই বলয় দেখা যাচ্ছে না।
বিগ রিং নামের এই বলয়ের ব্যাপারে এখনো বিস্তারিত জানতে পারেননি জ্যোতির্বিদরা।
টেলিস্কোপের সাহায্যে প্রথম এই বলয় শনাক্ত করেন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের পিএইচডির শিক্ষার্থী অ্যালেক্সাই লোপেজ।
এর আগে তিনি জায়ান্ট আর্ক নামের আরেকটি গঠন শনাক্ত করেছিলেন। ওই বক্সরেখা ৩ হাজার ৩০০ কোটি আলোকবর্ষ জুড়ে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছায়াপথ ও এ সংশ্লিষ্ট মহাজাগতিক বস্তু নিয়ে বিগ রিং গঠিত। বিশ্বভ্রহ্মাণ্ড নিয়ে গবেষণায় এই বলয় নতুন করে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
এই রিং থেকে কী পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, সে ব্যাপারে এখনো কোনো ধারণাই করতে পারছেন না জ্যোতির্বিদেরা।
মহাকাশ গবেষণা নিয়ে যেসব দিকনির্দেশনা রয়েছে, তাতে এমন কোনো বলয়ের অস্তিত্ব থাকার কথা না। এর মধ্য দিয়ে এই প্রথম জ্যোতির্বিদ্যার দিকনির্দেশনা ভঙ্গ হলো বলে বিজ্ঞানীরা বলছেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply