সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষা বাঁধে পিআইসি কমিটি গঠনে নানা অনিয়ম ও একমাস পার হয়ে যাওয়ার পরও অনেক স্থানেই কাজ শুরু না হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন হাওর পাড়ের স্থানীয় কৃষকরা। বাঁধ নির্মাণে ধীরগতির কারনে গত বুধবার(১৭জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে ‘হাওর বাঁচাও আন্দোলন’ ছাতক উপজেলা কমিটির উদ্যাগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নির্ধারিত সময়ে মধ্যে দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ‘হাওর বাঁচাও আন্দোলন’ জেলার কার্যকরি কমিটির সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সংগঠনের উপজেলা কমিটির সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন শাহ অলিউল্লাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মঞ্জরুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, মোশাহিদ আলী, এইচএম খালেদ, এআর সায়েম, শিক্ষক রেজ্জাদ আহমদ, হাফিজ নাসির উদ্দিন, কৃষক শাহ মো.মুজিব, ইসলাম উদ্দিন, সাব্বির আহমদ সুমন প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও উপজেলার ৩২টি পিআইসি’র মধ্যে এখন ২৩টি বাঁধের কাজ শুরু হয়। এখনও আরও ৯টি বাঁধের কাজ শুরু করা হয়নি। কাজের ধীরগতির কারনে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজ শেষ হওয়া নিয়ে শংকিত স্থানীয় কৃষকরা। অবিলম্বে বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তারা ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply