নওগাঁর ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় সাবুবুর রহমান সাবুর সঞ্চালনায় ১৭ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।
শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
আরও বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার প্রমূখ। বিদ্যালয়ে চলাচলের কর্দমাক্ত রাস্তা সংস্কার চেয়ে অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন ফাইমা খাতুন ও রবিউল ইসলাম।
এর প্রেক্ষিতে সরকারি বরাদ্দ সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply