মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু বরণ করছে। শুক্রবার উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের চুনিমাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা ওই বাড়ির প্রবাসী মো. শাহীন হোসেনের মেয়ে। সে আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সে। বাড়ির পেছনে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে সে মারা যায়।
প্রতিবেশী ওমর ফারুক আদর বলেন, মুক্তা আমার ছাত্রী। তাকে প্রাইভেট পড়াতাম। আজ দুপুরে খেলতে গিয়ে বাড়ির পেছনে বৈদ্যুতিক তারের সঙ্গে শক খেয়ে চিৎকার করলে শুনে বাড়ির লোকজন উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।
মায়ানী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একটি মেয়ে মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে দেখি এই মৃত্যুর ঘটনা সঠিক।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply